Bengali | Edited by Indrani Halder | Saturday June 13, 2020
দেশে যেভাবে দিনে দিনে করোনা (COVID- 19) সংক্রমণ বাড়ছে তাতে ক্রমশই কপালে ভাঁজ পড়ছে কেন্দ্রের। একই ভাবে উদ্বিগ্ন রাজ্য সরকারগুলোও। ওই ভয়ঙ্কর সংক্রামক অসুখ (Coronavirus) থেকে বাঁচার জন্যে সবচেয়ে জরুরি যেটা তা হল সামাজিক দূরত্ব বজায় রাখা। কিন্তু যে দেশে সাধারণ মানুষের চলাচলের জন্যে গণ পরিবহণই অন্যতম বড় ভরসা, সেখানে এই সংক্রামক রোগ থেকে বাঁচার উপায় কী? এই অবস্থায় কেন্দ্রীয় সরকারের নগর উন্নয়ন মন্ত্রক (Urban Development Ministrey) মনে করছে, দেশের মানুষের দৈনন্দিন চলাচলের ক্ষেত্রে বাড়ানো উচিত সাইকেল (Cycle) নির্ভরতা।
www.ndtv.com/bengali