Bengali | Edited by Indrani Halder | Tuesday July 7, 2020
করোনা ভাইরাসের সংক্রামক পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রে (America) পড়াশুনোর জন্যে বসবাসকারী ভারতীয় ছাত্র-ছাত্রীদের (Indian Student in America) মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। কেননা সোমবার মার্কিন (United States) প্রশাসনের তরফে ঘোষণা করা হয়েছে, যেসব শিক্ষার্থীরা আমেরিকায় থেকে অনলাইনে পড়াশুনো করছেন তাঁদের ভিসা প্রত্যাহার (Student Visa Cancel US) করা হবে। ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্ট বিভাগের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে যে নন-ইমিগ্রেন্ট এফ -১ ও এম -১ শিক্ষার্থীদের মধ্যে যাঁরা কেবল অনলাইনে ক্লাস করছেন তাঁদের ভিসা ফিরিয়ে নেওয়া হবে।
www.ndtv.com/bengali