Bengali | Biswadip Dey | Sunday September 29, 2019
গত চারদিন বৃষ্টির (rainfall) প্রকোপে তিয়াত্তর জনের মৃত্যু হল উত্তরপ্রদেশে (Uttar Pradesh)। ওই রাজ্যের বেশ কিছু অঞ্চলে স্বাভাবিকের থেকে অনেক বেশি বৃষ্টি হয়েছে এই সপ্তাহে। এরই মধ্যে আবহাওয়া দফতর ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলে। এদিকে বিহারের (Bihar) পাটনায় প্রবল বর্ষণে জনজীবন ব্যাহত হয়েছে। বহু জায়গায় জল জমে ট্র্যাফিক জ্যামে অবরুদ্ধ যান চলাচল। রবিবার সকালে পাটনাসহ বিহারের অন্যান্য অঞ্চলে বহু ট্রেন বাতিল করা হয়েছে। শনিবার ভিডিও কনফারেন্সে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সরকারি দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে পরিস্থিতি পর্যালোচনা করেন তিনি। জম্মু ও কাশ্মীর, উত্তরাখণ্ড, রাজস্থান ও মধ্যপ্রদেশেরও প্রবল বর্ষণ হয়েছে। গত কয়েকদিনে ওই সব রাজ্যেও বৃষ্টির প্রকোপে কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
www.ndtv.com/bengali