Bengali | Edited by Indrani Halder | Monday March 30, 2020
নামের বিড়ম্বনায় নাজেহাল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সীতাপুর জেলার একটি গ্রামের বাসিন্দারা। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে ওই গ্রামের বাসিন্দাদের দেখলেই লোকজন তেলেবেগুনে জ্বলে উঠছে। কারণ একটাই, বর্তমানে যেখানে গোটা বিশ্বে করোনা ভাইরাস (Coronavirus) তাণ্ডব করছে ঠিক সেই সময় এই গ্রামের নাম "করৌনা" হওয়ার জেরে রীতিমতো ভিলেন হয়ে গেছে গ্রামের (Korauna village) বাসিন্দারা।
www.ndtv.com/bengali