Bengali | Edited by Divyanshu Dutta Roy, Biswadip Dey | Sunday August 18, 2019
টনস নদীতে (Tons River) প্রবল বন্যায় উত্তরাখণ্ডে (Uttarakhand) ভেসে গেল প্রায় কুড়িটি বাড়ি। নিখোঁজ অন্তত ১৮ জন। রবিবার উত্তরাখণ্ডের উত্তর কাশীতে (Uttarkashi) এই বিপর্যয় ঘটে। গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টিতে নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। বাজারে জল ঢুকে পড়ায় স্থানীয় প্রশাসনের কাছে বিপদের আশঙ্কা-বার্তাও পৌঁছে গিয়েছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিংহ রাওয়াত উত্তর কাশীর জেলা ম্যাজিস্ট্রেট ও বিপর্যয় মোকাবিলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন দ্রুত উদ্ধারকার্য চালানোর জন্য। পাশাপাশি আক্রান্ত মানুষদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি, এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা এএনআই। উদ্ধারকার্যের জন্য রাজ্য সরকারের তরফে আইটিবিপি, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকে পাঠানো হয়েছে।
www.ndtv.com/bengali