Bengali | Edited by Indrani Halder | Wednesday March 25, 2020
মঙ্গলবারই প্রধানমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন যে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত কেউ আর বাড়ির বাইরে যেতে পারবেন না, করোনা সংক্রমণ (Coronavirus) রুখতে ঘরবন্দিই থাকতে হবে সবাইকে। কিন্তু এই লকডাউন আটকাতে পারেনি সংসার পাততে ইচ্ছুক এর দম্পতিকে। ঘরের বাইরে পা রাখা যাবে না? তাতে কি! বর-কনে দুজনেই চারদেওয়ালের মধ্যে থেকেই একে অপরকে বাঁধলেন বিবাহ বন্ধনে (Nikah on Video Call)। ভাবছেন কীভাবে? আসলে লকডাউনের (Coronavirus Lockdown) পরিস্থিতির মধ্যেই বিয়ে করার জন্যে মাথা খাটিয়ে বুদ্ধি বের করেছেন তাঁরা। গাড়ি-ঘোড়া সহ প্রায় সব বন্ধ থাকলেও দেশে খোলা আছে নেট পরিষেবা। আর সেই পরিষেবাকেই কাজে লাগিয়ে করা হল ভিডিও কলিং। তাতেই ঘরে বসে কনে বিয়ের ব্যাপারে দিলেন সম্মতি, তিনি "নিকাহ কবুল" করছেন কিনা এই প্রশ্ন ভিডিও কলে করা হলে, লাজুক কনের ভিডিও কলেই জবাব..."কবুল হ্যায়"।
www.ndtv.com/bengali