Bengali | Edited By Debanish Achom | Sunday June 23, 2019
তেলেঙ্গানার (Telangana) ভিকরাবাদে একসঙ্গে ৫০টিরও বেশি সারমেয় (50 dogs were killed) হত্যা করল সেখানকার মিউনিসিপ্যাল এজেন্সি (municipal agency)। তার মধ্যে বেশ কয়েকটি সারমেয়র মৃতদেহ হায়দরাবাদ থেকে ৭৫ কিমি দূরে একটি জমিতে পুঁতে রেখে আসে তাঁরা।অন্য মৃতদেহগুলি একটি ট্রাকের পিছন দিকে একটার উপর একটি চাপিয়ে ফেলে রেখেছিল তাঁরা বলে জানিয়েছে পুলিশ।এই অমানবিক কাণ্ড প্রকাশ্যে আসার পর স্থানীয় এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে পুলিশ।
www.ndtv.com/bengali