Bengali | Edited by Biren Bhattacharya | Tuesday September 10, 2019
Vikram Landing: চন্দ্রযান-২ (Chandrayaan-2) এর ল্যান্ডার ‘বিক্রম’ (Vikram Lander) চন্দ্রপৃষ্ঠে হেলে পড়ে রয়েছে, এবং তা অক্ষত রয়েছে, ভেঙে টুকরো হয়ে যায়নি, জানিয়ে দিয়েছে ইসরো (ISRO)। তাদের তরফে বলা হয়েছে, দ্রুত অবতরণের পর, নির্ধারিত জায়গায় খুব কাছে রয়েছে ল্যান্ডার ‘বিক্রম’। এই অবস্থায় শহরের মহাকাশ গবেষক এবং বিজ্ঞানীরা মনে করছেন, এখনও আশা রয়েছে।
www.ndtv.com/bengali