Bengali | Edited by Indrani Halder | Thursday February 20, 2020
রাষ্ট্রপতির কাছে ক্ষমাপ্রার্থনা সহ সব রকমের আইনি আবেদন খারিজ হয়ে গেছে তাঁদের, এই মুহূর্তে মৃত্যুর প্রহর গোণা ছাড়া তাদের কাছে আর কাজ নেই। দিল্লি গণধর্ষণ কাণ্ডে (Delhi Gang Rape Case) দোষী সাব্যস্ত ৪ জনেরই ফাঁসি হবে আগামী ৩ মার্চ, জানিয়ে দিয়েছে দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। সোমবার তাঁদের জন্যে একটি নতুন মৃত্যুর পরোয়ানাও জারি করেছে আদালত। ঠিক এই সময় ফের একবার খবরের শিরোনামে এল নির্ভয়া কাণ্ডের (Nirbhaya Case) অন্যতম আসামি বিনয় শর্মা। তিহার জেলের মধ্যে থাকাকালীন গত ১৬ ফেব্রুয়ারি দেওয়ালে মাথা ঠুকে নিজেকে গুরুতর রূপে আহত করার চেষ্টা করে সে, যদিও জেল কর্তৃপক্ষের (Tihar Jail) তৎপরতায় আটকানো হয় তাঁকে (Vinay Sharma)। সংবাদসংস্থা এএনআই জানিয়েছে জেলের দেওয়ালে মাথা ঠোকায় অল্পবিস্তর আহত হলেও বিনয়ের চোট খুব একটা গুরুতর নয়।
www.ndtv.com/bengali