Bengali | Edited by Madhurima Dutta | Tuesday November 19, 2019
ডাক্তার চেন জিয়াংগু জানিয়েছেন যে ব্যক্তি এই ফুসফুস দান করেছেন তাঁর মস্তিষ্কের মৃত্যু ঘটেছে। কিন্তু এই ফুসফুসের ভয়ঙ্কর অবস্থা দেখার পর অন্য কোনও রোগীর দেহেই তা বসানো যায় না। যদি কোনও রোগীর দেহে এই ফুসফুস প্রতিস্থাপন করা হয় তবে তাঁর লাং ক্যালসিফিকেশন (Lung Calcification), বুলোস লাং ডিজিস (Bullous Lung Disease) এবং পালমোনারি এমফাইসেমার (Pulmonary Emphysema) মতো ফুসফুসের নানা রোগ হতে পারে।
www.ndtv.com/bengali