Bengali | Edited by Indrani Halder | Monday April 6, 2020
করোনার (COVID-19) সংক্রমণ এড়াতে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কিন্তু আগামিকাল (৭ এপ্রিল) থেকেই বই-খাতা নিয়ে টিভির সামনে বসে পড়তে হবে রাজ্যের (West Bangal) পড়ুয়াদের। কারণ ওই দিন থেকেই কলকাতার একটি বেসরকারি টিভি চ্যানেলে এবিপি আনন্দে বেলা ৩টে থেকে বিকেল ৪ টে পর্যন্ত হবে ভার্চুয়াল ক্লাস (Virtual Classes)। টিভির পর্দাতেই নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়য়াদের রাজ্যের সরকারি বিদ্যালয়গুলোর সিলেবাস অনুযায়ী পড়াবেন নামী শিক্ষকরা। আপাতত ৭ থেকে ১৩ এপ্রিল, এই এক সপ্তাহের জন্যে ভার্চুয়াল ক্লাস করানো হবে। করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ এড়াতে চলতি লকডাউন পর্ব মিটলে পরিস্থিতি খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
www.ndtv.com/bengali