Bengali | NDTV | Wednesday December 26, 2018
জানা গেছে, গত 3 ডিসেম্বর ওই মহিলাকে রক্ত দেওয়া হয়। তবে সেটি ছিল এইচআইভি সংক্রামিত এক যুবকের.বছর দুয়েক আগে একটি সরকারি হাসপাতালের তাঁর শরীরে এইচআইভি-পজিটিভ এবং হেপাটাইটিস-বি ধরা পড়ে। যদিও বিষয়টি তাঁকে জানানো হয় নি। গত মাসে ফের তিনি সরকারি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্ত দান করেন।
www.ndtv.com/bengali