Bengali | Edited by Madhurima Dutta | Friday February 28, 2020
‘সরকারবিরোধী কর্মকাণ্ডে’ (Anti-government activities) জড়িত থাকার অভিযোগে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (Visva Bharati University) এক ২০ বছর বয়সী বাংলাদেশি ছাত্রীকে ভারত ত্যাগ করার নির্দেশ দিল স্বরাষ্ট্র মন্ত্রক। আফসারা আনিকা মীম কেন্দ্রীয় এই বিশ্ববিদ্যালয়ের একজন স্নাতক পড়ুয়া। ১৪ ফেব্রুয়ারির একটি চিঠিতে কলকাতায় স্বরাষ্ট্র মন্ত্রকের বিদেশি আঞ্চলিক রেজিস্ট্রেশন অফিস (Foreigners' Regional Registration Office) থেকে “ভারত ছাড়ো বিজ্ঞপ্তি” পাঠানো হয়েছে।
www.ndtv.com/bengali