Bengali | NDTV | Saturday September 29, 2018
ডিজির আশ্বাস দ্রুত সুবিচার হবে। 38 বছরের বিবেক তিওয়ারিকে লখনউর গোমতি নগর এলাকায় শুক্রবার রাত দেড়টা নাগাদ গুলি করা হয়।গুলি লাগার পর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার সময় বিবেকের সঙ্গে ছিলেন তাঁর এক প্রাক্তন সহকর্মী। গোমতি নগর এলাকায় এসে পৌঁছতেই বিবেককে গাড়ি থামাতে বলে পুলিশ। কিন্তু তা তিনি করেননি। প্রথমে রাস্তার উপর থাকা বাইকে ধাক্কা মারেন। পরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে বলে প্রথমে দাবি করেছিল পুলিশ ।
www.ndtv.com/bengali