Bengali | Edited by Indrani Halder | Thursday March 5, 2020
ভাবুন একবার, ভোটার কার্ডে নিজের মুখের বদলে একটি কুকুরের মুখ দেখলে কার না মাথা খারাপ হবে! ঠিক এমন ঘটনাই ঘটলো মুর্শিদাবাদের (Murshidabad) ভোটার সুনীল কর্মকারের ক্ষেত্রে। তিনি জানিয়েছেন, তাঁর ভোটার কার্ডে বেশ কিছু ভুল ছিল, সেই ভুল সংশোধনের জন্যেই নতুন ভোটার কার্ডের আবেদন করেন। কিন্তু তাতে যা ফল মিলল তা দেখে রীতিমতো বেবাক বনে গেছেন তিনি। নতুন ভোটার কার্ড (Voter Card) আসার পর দেখা যায় তাতে সুনীল কর্মকারের ছবি নয়, রয়েছে একটি কুকুরের ছবি। এই ঘটনায় যথেষ্ট অপমানিত বোধ করছেন রাজ্যের (West Bengal) ওই ভোটার।
www.ndtv.com/bengali