Bengali | Edited by Biren Bhattacharya | Saturday February 8, 2020
শনিবার দিল্লি বিধানসভা নির্বাচনের এক্জিট পোলে ইঙ্গিত মিলেছে, তৃতীয়বার ক্ষমতায় আসতে চলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল, পাশাপাশি গতবারের চেয়ে বিজেপির ভাল ফলের ইঙ্গিত মিলেছে। দুই দলই তাদের অভ্যন্তরীণ বৈঠক ডেকেছে, ভোটযন্ত্র বা ইভিএম এর নিরাপত্তা নিয়ে বৈঠক ডেকেছে আম আদমি পার্টি এবং নির্বাচন নিয়ে আলোচনা করতে অভ্যন্তরীণ বৈঠক ডেকেছে আম আদমি পার্টি। প্রথমে এদিন ভোটের হার ধীর থাকলেও পরে গতি আসে ভোটদানে। প্রাথমিকভাবে নির্বাচন কমিশনের পরিসংখ্যানে ৫৭ শতাংশ ভোটদানের ঘোষণা হয়, গতবারে তা ছিল ৬৭.৫ শতাংশ, তবে মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, এটা “বাড়তে চলেছে”। গতবার দিল্লিতে ৩টি আসনে জিতেছিল বিজেপি, আপ পেয়েছিল ৬৭টি আসন, ৪০ জন তারকা প্রচারক নামিয়েছিল কেন্দ্রের শাসকদল। গতবার দিল্লি বিধানসভা খাতা খুলতে না পারা কংগ্রেসের প্রচার ছিল জৌলুসহীন।
www.ndtv.com/bengali