Bengali | NDTV | Thursday April 11, 2019
Lok Sabha elections 2019: দেশজুড়ে বৃহস্পতিবার শুরু হয়ে গেল লোকসভা নির্বাচন (Lok Sabha election)। নির্বাচন শুরু হওয়ার খানিকক্ষণ পর থেকেই দেশের বেশ কয়েকটি প্রান্ত থেকে ইভিএম (EVM) নিয়ে অভিযোগ ওঠে। সেই অভিযোগেরই প্রতিধ্বনী এবার শোনা গেল অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা তেলুগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নায়ডুর (Chandrababu Naidu) গলায়। তিনি অন্তত ১৫০'টি বুথে পুনরায় নির্বাচনের আর্জি জানালেন। এছাড়া, তাঁর রাজ্যে ভোটের সময়ও কিছুটা বাড়ানোর অনুরোধ করলেন চন্দ্রবাবু। যেহেতু, তাঁর মতে, কছু যান্ত্রিক ত্রুটির কারণে বেশ খানিকটা সময় নষ্ট হয়ে গিয়েছে এবং ব্যাহত হয়েছে ভোটদান পর্ব বেশ কিছু বুথে, সেই বুথগুলিতে অন্তত ভোট দেওয়ার সময়সীমা আরেকটু বাড়ানো হোক। তিনি জানান, মুখ্য নির্বাচনী অফিসার গোপালকৃষ্ণ দ্বিবেদী নিজের ভোটটি যখন দিতে যান, সেই সময়ও ইভিএম কাজ করছিল না।
www.ndtv.com/bengali