Bengali | Edited by Joydeep Sen | Wednesday January 22, 2020
ভারতীয় ওই মহাকাশ গবেষণা সংস্থা এই মিশনকে 'গগনযান' (Gaganyaan) নাম দিয়েছে। তার আগে মহাকাশচারী 'রোবট মানবী'র ভিডিও প্রকাশ্যে আনলেন ইসরো প্রধান কে শিবন। ওই রোবট মানবী (Vyom-MItra) ভারতের এই মিশনের মহাকাশচারী হিসেবে আকাশে পাড়ি দেবে। বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত হয়ে ইসরো কর্তা বলেছেন, গগনযান' মিশনের উদ্দেশ্য শুধু মহাকাশে মহাকাশচারী পাঠানো না। বরং মহাকাশে ভারতীয় মহাকাশচারীদের বিচরণে নতুন মহাকাশ কেন্দ্র গড়া।
www.ndtv.com/bengali