Bengali | Edited by Indrani Halder | Monday June 1, 2020
২০২০ যেন বিষের বছর হয়ে দেখা দিচ্ছে। ইরফান খান, ঋষি কাপুরকে হারানোর ধাক্কা সামলাতে না সামলাতেই বলিউডে ফের শোকের ছায়া। এবার চলে গেলেন বলিউডের বিখ্যাত সাজিদ-ওয়াজিদ সুরকার জুটির ওয়াজিদ খান (Music Composer Wajid Khan)। কিডনির অসুখে ভুগে মাত্র ৪২ বছরেই চলে যেতে হল তাঁকে (Wajid Khan)। সোমবার ভোরে মুম্বইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস (Wajid Khan Died) ত্যাগ করেন তিনি।
www.ndtv.com/bengali