Bengali | Press Trust of India | Thursday June 27, 2019
বিজেপিকে (BJP) রুখতে একযোগে কংগ্রেস ও সিপিআই(এম)-কে তৃণমূলের (TMC)সঙ্গে জোটবদ্ধ হয়ে লড়াইয়ের বার্তা দেওয়ার পরের দিনই ডিগবাজি তৃণমূল কংগ্রেসের। বৃহস্পতিবার বিধানসভার অধিবেশনে তৃণমূল কংগ্রেস দাবি করে যে মুখ্যমন্ত্রীর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। শাসক দলের এই দাবির পরেই উত্তাল হয়ে ওঠে বিধানসভার অধিবেশন। বিরোধী দুই দল কংগ্রেস (Congress) ও সিপিআই(এম)(CPIM) একযোগে বিক্ষোভ দেখাতে দেখাতে বিধানসভার অধিবেশন থেকে ওয়াকআউট করে। রাজ্য বিধানসভার পরিষদীয় বিষয়ক প্রতিমন্ত্রী তাপস রায় বলেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের ভুল ব্যাখ্যা করেছে সংবাদ মাধ্যম।“মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) কখনোই বাম ও কংগ্রেসের সঙ্গে রাজ্যে জোট বাঁধার কথা বলেন নি। তিনি বলেছেন যে,দেশের বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে সবাই একসঙ্গে কাজ করা উচিত”,এমনটাই বলেন বিধানসভার পরিষদীয় বিষয়ক প্রতিমন্ত্রী।
www.ndtv.com/bengali