Bengali | Edited by Indrani Halder | Wednesday May 20, 2020
ঘূর্ণিঝড় আমফানের (Cyclone Amphan) মোকাবিলায় এবার উচ্চ সতর্কতা (Navy on High Alert) জারি করল ভারতীয় নৌসেনা (Navy)। ভয়ঙ্কর ওই ঘূর্ণিঝড়ের দাপট সামলাতে সবরকমের সতর্কতা নেওয়া হচ্ছে প্রশাসনের তরফে। এমনিতেই ঘূর্ণিঝড়টির উপর অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ডপলার ওয়েদার রাডারের মাধ্যমে ধারাবাহিকভাবে লক্ষ্য রাখা হচ্ছে। তার উপর আবার আমফানের ফলে যে বিধ্বংসী পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে তা সামাল দিতে সমুদ্রে উদ্ধারকার্যের জন্যে প্রস্তুত রাখা হয়েছে যুদ্ধজাহাজকে (Warship Deployed)। বিশাখাপত্তনমেই প্রস্তুত করে রাখা হয়েছে সেটিকে। যে কোনও ধরণের সাহায্যের জন্য প্রস্তুত ওই যুদ্ধজাহাজটি।
www.ndtv.com/bengali