Bengali | Edited by Joydeep Sen | Monday January 27, 2020
পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির "পাকিস্তানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর" কটাক্ষের জবাব দিয়েছেন। এই ধরণের প্রস্তাব ইতিমধ্যে কেরল, পাঞ্জাব আর রাজস্থানে পাস হয়েছে। রাজ্য বিধানসভায় (WB Assembly) এদিন মুখ্যমন্ত্রী বলেছেন, আমাদের রাজ্যে সিএএ, এনআরসি আর এনপিআর করার অনুমতি দেবো না। মানুষ আতঙ্কে আছেন। সব ধরণের নথির জন্য লাইনে দাঁড়িয়ে হয়রান হচ্ছেন।তিনি বলেন, "এই লড়াই শুধু সংখ্যালঘুদের না। আমার হিন্দু ভাই-বোনেদের কাছে আমি কৃতজ্ঞ ওরা সামনে থেকে এই লড়াইটা লড়ছে।"
www.ndtv.com/bengali