Bengali | Edited by Indrani Halder | Friday March 13, 2020
এবারের মাধ্যমিক পরীক্ষার খাতা (Madhyamik Results) দেখার সময় পরীক্ষকরা পরীক্ষার্থীদের বানান ভুলে নম্বর কাটতে পারবেন না, এমন কোনও নির্দেশিকা দেওয়া হয়নি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে, স্পষ্ট ভাষায় জানালেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। সম্প্রতি এমন রটনা হয় যে, বানান ভুলে নম্বর কাটা যাবে না (West Bengal Madhyamik Result 2020), যা নিয়ে যথেষ্ট বিভ্রান্তি ছড়ায়। কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) তরফ থেকে এবার স্পষ্ট করে জানিয়ে দেওয়া হল, আগের বছরগুলির মতোই এবছরও মাধ্যমিকে খাতা দেখার সময় ৪ টি বানান ভুলে এক নম্বর করে কাটা হবে।
www.ndtv.com/bengali