Bengali | Edited by Madhurima Dutta | Wednesday February 12, 2020
Assam NRC: কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক অবশ্য জানিয়েছে যে, এনআরসির তথ্য নিরাপদেই আছে! “ক্লাউড ভিজিবিলিটি’র ক্ষেত্রে কিছু প্রযুক্তিগত সমস্যা” দেখা দিয়েছে বলেই এই বিপত্তি। "বিপুল পরিমাণ এই তথ্যের জন্য ক্লাউড পরিষেবা সরবরাহ করেছিল উইপ্রো এবং তাদের চুক্তি ছিল গত বছরের ১৯ অক্টোবর পর্যন্ত। তবে এই চুক্তি পূর্বের সহ-সমন্বয়কারী (প্রতীক হাজেলা) পুনর্নবীকরণ করেননি। সুতরাং, ১৫ ডিসেম্বর থেকে সব তথ্য অফলাইন হয়ে গেছে উইপ্রোর নিয়মে। আমি ২৪ ডিসেম্বর দায়িত্ব গ্রহণ করেছি,” এনআরসির রাজ্য সমন্বয়ক হিতেশ দেবশর্মা সংবাদ সংস্থা পিটিআইকে বলেন।
www.ndtv.com/bengali