Bengali | Reported by Renaissance Chakraborty, Written by Renaissance Chakraborty | Wednesday October 30, 2019
বাঙালির লম্বা উৎসবের মরসুম প্রায় শেষের পথে। দুর্গা পুজোতে ছিটেফোঁটা বৃষ্টি বা জেলায় কোথাও ভারী বৃষ্টি হলেও কালীপুজো আর ভাইফোঁটা কেটেছে বৃষ্টিহীন(Kolkata Weather Update)। কার্তিকের মাঝামাঝি সময়ে হেমন্তের মনোরম আবহাওয়া এখন কলকাতা জুড়ে। আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল গত সপ্তাহে নাগাড়ে বৃষ্টি চললেও কালীপুজোর আগের দিন থেকে তা কমে যাবে ,হয়েছেও তাই। শনিবার বিকেল থেকেই আবহাওয়ার উন্নতি হয়, বৃষ্টি কমে আসে। আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও কালীপুজোর দিন বৃষ্টি হয়নি আবার ভাইফোঁটার দিন মেঘমুক্ত ছিল আকাশ। ঝলমলে রোদ দেখা গিয়েছিল কলকাতা জুড়ে।
www.ndtv.com/bengali