Bengali | Edited by Indrani Halder | Thursday August 6, 2020
পশ্চিমবঙ্গ সরকার (West Bengal) আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে 'শিক্ষারত্ন' প্রদান করবে। তবে এবার শিক্ষারত্ন (Siksha Ratna) হিসাবে শিক্ষকদের বেছে নেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা নেবে ঘূর্ণিঝড় আমফান (Cyclone Amphan) এবং করোনা (Coronavirus) ভাইরাস। সরকারের তরফ থেকে একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমফান ও করোনা লকডাউন পরিস্থিতিতে শিক্ষকদের ভূমিকা, তাঁদের অনলাইন ছাত্রছাত্রীদের পড়ানো এবং সাংস্কৃতিক চর্চা চালানোর জন্যে পড়ুয়াদের অনুপ্রাণিত করার বিষয়গুলো বিবেচনা করে বেছে নেওয়া হবে 'শিক্ষারত্ন' । তবে পাশাপাশি এবার "শিক্ষারত্ন বাছাইয়ের সময় কোভিড-১৯ লকডাউন এবং ঘূর্ণিঝড় আমফানে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ এলাকার মানুষদের পাশে যে শিক্ষকরা ত্রাতার ভূমিকায় গিয়ে দাঁড়িয়েছিলেন তাঁদের নামও ওই সম্মানের ক্ষেত্রে বিবেচনা করা হবে।"
www.ndtv.com/bengali