Bengali | Edited by Indrani Halder | Saturday February 15, 2020
বিজ্ঞানের যুগেও এখনও গ্রামে গ্রামে অশিক্ষার অন্ধকার, এখনও ঝাড়ফুঁক-জাদুটোনার দুনিয়ায় বাস করেন বহু মানুষ। তার জলজ্যান্ত প্রমাণ মালদহে (West Bengal Malda District) দুই শিশুর মৃত্যু। পুলিশ জানিয়েছে, গ্রামের স্থানীয় এক জঙ্গলে শুক্রবার বিকেলে খেলতে যায় কয়েকটি শিশু। খেলা শেষে বাড়ি ফেরার পর হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে পড়ে তাঁরা। কিছুক্ষণ পরে ওই শিশুরা ধীরে ধীরে অজ্ঞান হয়ে যায়। কিন্তু সেই সময় তাঁদের হাসপাতালে না নিয়ে গিয়ে বাড়িতে ওঝা ডেকে ঝাড়ফুঁক (Sorcery Practices) করায় শিশুদের বাবা-মা। ফলে অবস্থা আরও গুরুতর হয়, সুস্থ হওয়া তো দূর অস্ত, একটু পরেই মৃত্যুর কোলে ঢলে পড়ে ২ শিশু (Children Dead In Bengal)। অবস্থা বেগতিক দেখে হাসপাতালে নিয়ে যাওয়া হয় অন্য ২ শিশুকে, বর্তমানে মৃত্যুর সঙ্গে লড়াই করছে তাঁরা। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে যে, জঙ্গলের মধ্যে কোনও বিষাক্ত ফল খেয়েই অসুস্থ হয়ে পড়ে শিশুরা।
www.ndtv.com/bengali