Bengali | Edited by Indrani Halder | Thursday December 12, 2019
শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক "সন্তোষজনক" হওয়া সত্ত্বেও আন্দোলনের পথ থেকে সরে আসছেন না রাজ্যের (West Bengal) পার্শ্ব-শিক্ষকরা। বুধবারই শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তাঁরা, আর তারপরেই জানিয়ে দেন আন্দোলন চালিয়ে যাওয়ার কথা। সরকারি বিদ্যালয়ে চুক্তির ভিত্তিতে কাজ করা এক হাজারেরও বেশি পার্শ্ব-শিক্ষক সল্টলেকের বিকাশ ভবনের (উচ্চশিক্ষা বিভাগের সদর দফতর) কাছে ১১ নভেম্বর থেকে বিক্ষোভ শুরু করেন। ১৫ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের অনশনেও বসেন কিছু আন্দোলনকারী, তাঁদের মূল দাবি হল, বেতন কাঠামো পুনর্বিবেচনা করতে হবে রাজ্য সরকারকে। জানা গেছে, রাজ্যের পার্শ্ব-শিক্ষকদের (Para-Teacher) সঙ্গে বৈঠকে তাঁদের বেতন কাঠামো পরিবর্তনের দাবি বিবেচনা করার ব্যাপারে নাকি আশ্বাসও দিয়েছেন শিক্ষামন্ত্রী। কিন্তু তারপরেও যেভাবে আন্দোলনের পথ থেকে সরে না আসার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা সে বিষয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন পার্থ চট্টোপাধ্যায় (West Bengal education minister)।
www.ndtv.com/bengali