Bengali | NDTV | Saturday June 15, 2019
রাজ্যের রাজনৈতিক হিংসা নিয়ে গত সপ্তাহেই অ্যাডভাইজারি পাঠায় কেন্দ্রীয় সরকার, এবার রাজ্যের রাজনৈতিক হিংসা নিয়ে কী পদক্ষেপ করা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের থেকে তা জানতে চাইল কেন্দ্র, সূত্রের খবর এমনই।সূত্রের খবর, স্বরাষ্ট্রমন্ত্রকের(Home Ministry) তরফে বলা হয়েছে, “কয়েকবছর ধরে লাতাগার ঘটে চলা হিংসার ঘটনা, একটি গভীর উদ্বেগের বিষয়”। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর, ১০২৬-এ পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসার ঘটনার সংখ্যা ছিল ৫০৯, সেখানে ২০১৮ এ তা বেড়ে দাঁড়িয়েছে, ১০৩৫। প্রায় ৮০০ রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেছে ২০১৯-এ।
www.ndtv.com/bengali