Bengali | Indo-Asian News Service | Monday June 24, 2019
সোমবার বিজেপিতে যোগ দিলেন আরও এক তৃণমূল (TMC) বিধায়ক এবং জেলা পরিষদের ১০ জন সদস্য। আর তাতেই উচ্ছ্বসিত গেরুয়া শিবির এবং দলের অন্যতম নেতা মুকুল রায়। সোমবার তাঁদের যোগদানের পরেই তিনি বললেন, “এটা শুধুমাত্র ট্রেলার, এখনও পুরো ছবি বাকি”। তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরে ধাক্কা দিয়ে সোমবার বিজেপিতে যোগ দিলেন দক্ষিণ দিনাজপুরের কালচিনির তিনবারের বিধায়ক উইলসন চম্প্রামারি (Wilson Champramary) এবং জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায়সহ ১০ সদস্য। নয়াদিল্লিতে দলের সদর দফতরে তাঁদের যোগদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকুল রায়, কৈলাশ বিজয়বর্গীয় সহ বিজেপি (BJP) নেতারা। এদিন উইলসন চম্প্রামারির সঙ্গে বিজেপিতে যোগদান করেন জোড়াফুল শিবিরেই অন্যতম নেতা বিপ্লব মিত্রও।
www.ndtv.com/bengali