Bengali | NDTV | Friday November 30, 2018
বিহারের মজফ্ফরপুরের জেলে ঘটে গেলো আর একটি মর্মান্তিক ঘটনা। বিহারে বালিকাদের যে ভাবে ধর্ষণ করা হয়েছে, তা নিয়ে আগে থেকেই উত্তাল বিহারের মজফ্ফরপুর। পুনরায় সেই মজফ্ফরপুরে ঘটল আর একটি গণধর্ষণের ঘটনা। সীতামারী জেলের এক বন্দিনীর সাথে ঘটেছে এই ধর্ষণের ঘটনা, আর দুইজন জেল বন্দি মিলে ঘটনাটি ঘটায়। ঘটনাটি ঘটে শ্রী কৃষ্ণ মেডিকেল কলেজ হাসপাতালে।
www.ndtv.com/bengali