Bengali | Edited by Indrani Halder | Monday February 17, 2020
লিঙ্গের ভিত্তিতে ভেদাভেদ থেকে সরে আসার সময় এসেছে, কেন্দ্রীয় সরকারকে জানাল সুপ্রিম কোর্ট। ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) নেতৃত্বে কোনও মহিলা থাকতে পারেন কিনা এই নিয়ে শীর্ষ আদালতে (Supreme Court) মামলা চলছিল। সেই মামলায় মহিলাদের নেতৃত্বদানের বিরুদ্ধেই যুক্তি সাজান কেন্দ্রের আইনজীবী। কেন্দ্রীয় সরকারের তরফে শীর্ষ আদালতকে জানানো হয় যে, সেনা বাহিনীকে নেতৃত্বে দেবেন কোনও মহিলা সেই মানসিকতা এখনও তৈরি হয়নি ভারতীয় সেনার মধ্যে। এই যুক্তিকে বৈষম্যমূলক ও বিরক্তিকর আখ্যা দিয়ে সুপ্রিম কোর্ট বলেছে (Supreme Court on Indian Army)এবার সময় হয়েছে এই ধরণের "চিরাচরিত ভাবনা" থেকে বেরিয়ে আসার। "মানসিকতা অবশ্যই বদলাতে হবে", পরিষ্কার জানায় সর্বোচ্চ আদালত। রায়দানের সময় বিচারপতিরা ক্যাপ্টেন তানিয়া শেরগিলের উদাহরণ তুলে ধরেন, যিনি প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে পুরুষ দলের নেতৃত্ব দেন।
www.ndtv.com/bengali