Bengali | Madhurima Dutta | Thursday February 21, 2019
International Mother Language Day: ভাষা আন্দোলনে সক্রিয় ভূমিকায় ছিলেন বেগম সুফিয়া কামাল, রওশন আরা বাচ্চু, সুফিয়া আহমেদ, হালিমা খাতুন, সারা তৈফুর, নাদেরা বেগম। ভাষা আন্দোলনকারী হিসেবে পুলিশের নজরে ছিলেন নাদেরা। পুলিশি ঘেরাও থেকে বাঁচতে আত্মগোপনকারী নাদেরাকে আশ্রয় দেন আরেক আন্দোলন নেত্রী সুফিয়া কামাল। বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভাষা আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অপরাধে নাদেরাকে জেলে যেতে হয়। এবং স্বাভাবিকভাবেই অন্যান্য রাজবন্দীদের মতো তাঁর উপরেও অত্যাচার চলে সমান তলে।
www.ndtv.com/bengali