Bengali | Edited by Indrani Halder | Tuesday June 16, 2020
করোনা (Coronavirus) পরিস্থিতিতে এখন বহু সংস্থাই 'ওয়ার্ক ফ্রম হোম'-এর উপরে জোর দিচ্ছে। এমনকী পশ্চিমবঙ্গ (West Bengal) সরকারও নির্দেশ দিয়েছে যে বর্তমান (COVID-19) পরিস্থিতিতে যাঁরা সরকারি দফতরে উপস্থিত হতে পারছেন না, তাঁরা বাড়ি বসেই কাজ করতে পারেন। তবে বাড়ির আবহাওয়া তো আদৌ অফিসের আবহাওয়ার মতো নয়, তাই কর্মীরা ঠিক কীভাবে বাড়ি বসে কাজ করছেন বা অফিস আওয়ারে ঠিকমতো কাজ করছেন কিনা তা জানার জন্যে এবার একটি সফটওয়্যারের (Software) সাহায্য নিচ্ছে রাজ্য সরকার। আপাতত রাজ্যের অর্থ বিভাগ পরীক্ষামূলক ভিত্তিতে ওই সফটওয়্যারটি ব্যবহার করছে, জানিয়েছেন এক ঊর্ধ্বতন সরকারি আধিকারিক।
www.ndtv.com/bengali