Bengali | Press Trust of India | Thursday March 21, 2019
মানুষের ভালো থাকার ছয়টি বিষয়ের (six key variables that support well-being) উপর নির্ভর করে এই সমীক্ষাটি হয়: আয়, স্বাধীনতা, বিশ্বাস, সুস্থ জীবন যাপনের প্রবণতা, সামাজিক সমর্থন এবং উদারতা। এই প্রতিবেদনটি অনুসারে, সামগ্রিক বিশ্বজুড়েই সুখ গত কয়েক বছরে কমে গিয়েছে। ২০১৮ সালে ১৩৩ তম স্থানে ছিল ভারত। এবার সে নেমে এসেছে ১৪০ তম অবস্থানে।
www.ndtv.com/bengali