Bengali | Edited by Biswadip Dey | Thursday February 13, 2020
বুধবারই কংগ্রেস নেতা রাহুল গান্ধি অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার করোনা ভাইরাসের বিপদকে (Coronavirus Situation) গুরুত্ব দিচ্ছে না। বৃহস্পতিবারই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন (Health Minister Harsh Vardhan)দাবি করলেন, পরিস্থিতির দিকে নজর রেখেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘‘প্রধানমন্ত্রী মোদি বিভিন্ন দফতরের সঙ্গে যোগাযোগের মাধ্যমে পরিস্থিতির দিকে নজর রেখেছেন ব্যক্তিগতভাবে। ওই ভাইরাস যাতে ভারতে প্রবেশ করতে না পারে তার জন্য সব রকম ব্যবস্থা করা হচ্ছে। সারা দেশের ২১টি বিমানবন্দরে ছ’টি দেশ যথা চিন, তাইল্যান্ড, জাপান, সিঙ্গাপুর, হংকং ও দক্ষিণ কোরিয়া থেকে আগত পর্যটকদের পরীক্ষা করা হচ্ছে।’’
www.ndtv.com/bengali