Bengali | Edited by Joydeep Sen | Monday January 13, 2020
তাঁর দল-সহ এনসিপির নেতাদের প্রাক্তন ওই সাংসদের আবেদন, 'ব্যবহার ঠিক করুন। অভিযোগ করা বন্ধ করুন। নয়তো উদ্ধব ঠাকরে পদত্যাগ করবেন।' তিনি যুক্তি দিয়েছেন, উদ্ধব ঠাকরে পোড় খাওয়া রাজনীতিবিদ নয়। তাঁর মধ্যে একটা শিল্পীসত্তা আছে। এদিকে শাসক শিবিরের এই অসন্তোষকে কাজে লাগিয়ে মাঠে নেমে পড়েছে বিজেপিও। তাদের দাবি, 'খুব শীঘ্র এই সরকারের পতন হবে। দফতর বণ্টন নিয়ে শরিকদের মধ্যে একটা অসন্তোষ রয়েছে।
www.ndtv.com/bengali