Bengali | Edited by Joydeep Sen | Sunday March 8, 2020
কিন্তু পেপারলেস লেনদেনের ক্ষেত্রে অভিযোগের তালিকা দীর্ঘ। অনলাইন লেনদেন কিংবা ডেবিট-ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেনে সারা দিচ্ছে না ইয়েস ব্যাঙ্ক। অভিযোগ, ব্লক করে দেওয়া হয়েছে কার্ড। বিশেষ করে যাদের স্যালারি অ্যাকাউন্ট অর্থাৎ বেতন পড়ে ইয়েস ব্যাঙ্কে, তাঁদের দুর্ভোগ চরমে। বিদ্যুতের বিল থেকে জীবনবিমার প্রিমিয়াম শোধ, সবই অনলাইনে করে থাকেন সাংবাদিক মধুরিমা দত্ত। শুক্রবার রাতে সেই কাজ করতে গিয়ে তাঁর নজরে আসে অচল নেট ব্যাঙ্কিং। অর্থাৎ অনলাইন লেনদেন ব্লক করা।
www.ndtv.com/bengali