Bengali | Edited by Indrani Halder | Tuesday June 30, 2020
জম্মু ও কাশ্মীরে (Jammu And Kashmir) ফের সন্ত্রাস দমনে মিলল সাফল্য। মঙ্গলবার সকালে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে নিরাপত্তা বাহিনী ৩ জঙ্গিকে (Terrorists) কোণঠাসা করে ফেলে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। দীর্ঘক্ষণ চলে সেনা-জঙ্গি গুলির লড়াই। শেষপর্যন্ত নিরাপত্তা বাহিনীর চালানো গুলিতে খতম হয় ২ জঙ্গি। কিন্তু ১ জঙ্গি পালাতে সক্ষম হয়। তৃতীয় যে জঙ্গি নাগাল ফসকে পালায় মনে করা হচ্ছে সে গত সপ্তাহে সিআরপিএফের (CRPF) উপর হওয়া জঙ্গি হামলার শরীক ছিল। ওই গোলাগুলি চলার সময়েই জঙ্গিদের গুলিতে ৬ বছরের একটি শিশুর মৃত্যু হয়। যে জঙ্গি পালিয়েছে, অনুমান শিশুটিকে গুলি করে হত্যা করেছিল সেই-ই।
www.ndtv.com/bengali