Bengali | Biren Bhattacharya | Thursday August 1, 2019
জোমাটোর (Zomato) ডেলিভারিম্যান "অ-হিন্দু"(Non-Hindu Rider) হওয়ার কারণে অর্ডার করা খাবার বাতিল করেছিলেন এক গ্রাহক। সেই ঘটনা নিয়ে দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ধর্মীয় অসহিষ্ণুতার নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। বৃহস্পতিবার ওই গ্রাহককে নোটিশ পাঠিয়ে সতর্ক করে দিল পুলিশ। আগামী ৬ মাসের মধ্যে বিভাজনমূলক কোনও ট্যুইট করলে তাঁকে জেলে ভরা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। জবলপুর জেলা পুলিশ সুপার অমিত সিং NDTV কে বলেন, “আগামী ৬ মাসের মধ্যে, তিনি যদি এই ধরণের কোনও ট্যুইট করেন, বা সংবিধানের মৌলিক অধিকারের বিরুদ্ধে, তেমন কোনও ট্যুইট বা মন্তব্য করে থাকেন, তা যদি শান্তিরক্ষার বিরুদ্ধে হয় এবং সাম্প্রদায়িক সম্প্রীতিকে আঘাত করে, তাঁকে সরাসরি জেলে ভরা হবে”।
www.ndtv.com/bengali