Bengali | NDTV Offbeat Desk | Friday May 10, 2019
দর্শকদের বিভ্রান্ত করার অভিযোগ উঠল চিনের একটি চিড়িয়াখানার বিরুদ্ধে। অভিযোগ তারা কুকুরকে খাঁচায় বন্দি করে, খাঁচার গায়ে ‘নেকড়ে’ লেখা সাইনবোর্ড টাঙিয়েছে। ইউহান শহরের জিউফেং চিড়িয়াখানার শনিবার এমন ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। দর্শকেরা নেকড়ে দেখার আগ্রহ নিয়ে গিয়ে সারমেয় দর্শন করেছেন। তবে সাংঘাইইস্টের মতে, চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে এর যথেষ্ট ব্যাখ্যা রয়েছে। তাদের দাবি, ওই ঘেরাটোপে একটি নেকড়েও থাকে, কিন্তু সেই সময়ে সে ঘুমোচ্ছিল। কুকুরটি থাকে তার সঙ্গী হিসাবে। এমনটাই জানিয়েছেন চিড়িয়াখানার এক কর্মী।
www.ndtv.com/bengali