Bengali | Edited by Biswadeep Dey | Tuesday August 6, 2019
৩৭০ ধারার কারণেই যদি জম্মু ও কাশ্মীরের উন্নয়ন ব্যাহত হয়ে থাকে, তাহলে উত্তরপ্রদেশের উন্নয়ন না হওয়ার পিছনে কোন কারণ রয়েছে। সমাজবাদী পার্টির মুখ্য অখিলেশ যাদব স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এই প্রশ্ন করলেন। মঙ্গলবার সংসদে ৩৭০ ধারা রদের প্রস্তাব প্রসঙ্গে এভাবেই বিরোধিতা প্রদর্শন করলেন অখিলেশ যাদব। তিনি লোকসভায় তাঁর বিবৃতি পেশ করার সময় বলেন, ‘‘আমাকে বলা হল এটার (৩৭০ ধারা বাতিল) ফলে কাশ্মীরে উন্নয়ন হবে। আমি তাতে খুশি হয়েছি। কিন্তু আমি জানতে চাই প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, রাজ্যপাল, আপনি (স্পিকার) থাকা সত্ত্বেও যেখানে উত্তরপ্রদেশকে প্রতারিত হতে হয়েছে, সেখানে কী করে কেউ বলতে পারে কাশ্মীরের উন্নতি হবে?’’
www.ndtv.com/bengali