Bengali | Rajit Das | Sunday August 18, 2019
নেতাজির (Netaji) কী হয়েছিল? দেশের এই বীর সন্তান সম্পর্কে জানার অধিকার ভারতবাসীর রয়েছে। মনে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal Chief Minister Mamata Banerjee)। ৭৪ বছর আগে ১৯৪৫ সালের ১৮ই অগস্ট, তাইহুকু বিমানবন্দর থেকে বিমানে চড়েন সুভাষচন্দ্র বসু। এরপর থেকে তাঁর আর কোনও খোঁজ পাওয়া যায়নি। নেতাজির অন্তর্ধান (disappearance), রহস্য হয়েই রয়ে গিয়েছে। রবিবার মুখ্যমন্ত্রী বলেন, ‘১৯৪৫ সালের এই দিনেই তাইওয়ানের তাইহুকু বিমানবন্দর থেকে বিমান ধরেন নেতাজি (Netaji)। সেটা কী কেবল অন্তর্ধানের জন্যই। আমরা জানি না তাঁর কী হয়েছে। ভারতের এই বীর সন্তানের সমন্ধে জানার অধিকার দেশবাসীর রয়েছে।'
www.ndtv.com/bengali