Bengali | Edited by Indrani Halder | Saturday August 3, 2019
গোয়েন্দাদের থেকে অমরনাথ যাত্রার উপর জঙ্গিহানার আগাম সতর্কবার্তা পেয়ে তীর্থযাত্রী ও পর্যটকদের উপত্যকা ছাড়ার নির্দেশ দেয় কেন্দ্রীয় সরকার। এই নির্দেশ নিয়েই সরকারকে বিঁধেছে বিরোধী দল কংগ্রেস। শনিবার শ্রীনগর বিমানবন্দরে ভিড় করেছিলেন কিছু বিদেশি সহ উদ্বিগ্ন পর্যটকরা, অনেকেই বিমানের টিকিট পাননি।অমরনাথের তীর্থযাত্রী ও পর্যটকদের নিয়ে বেশ কয়েকটি গাড়িকে উপত্যকা থেকে বেরিয়ে আসতেও দেখা যায়।
www.ndtv.com/bengali