Bengali | Edited by Indrani Halder | Wednesday October 23, 2019
অসম এনআরসির (NRC) উদাহরণ সামনে রেখে পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্ব (BJP) নাগরিকত্ব (সংশোধন) বিল থেকে "ছয় বছরের আবাস" দফা অপসারণের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি সভাপতি অমিত শাহকে এটির বিষয়ে দেখার জন্য অনুরোধ করা হয়েছে। রাজ্য বিজেপি সূত্র জানিয়েছে, নাগরিকত্ব (সংশোধনী) বিল (সিএবি) (Citizenship (Amendment) Bill) সংসদের শীতকালীন অধিবেশনে পুনরায় পেশ হওয়ার সম্ভাবনা রয়েছে। নাগরিকত্ব (সংশোধনী) বিল অনুযায়ী বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে এ দেশে আসা হিন্দু, জৈন, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ এবং পার্সীরা এ দেশে ৬ বছর ধরে থাকলেই তাঁদের দেশের নাগরিক হিসাবে ঘোষণা করা হবে। ভারতীয় নাগরিকত্ব আইন অনুযায়ী বর্তমানে ১২ বছর এই দেশে থাকলে তবেই তাঁদের এদেশে নাগরিক হিসাবে বিবেচনা করে দেখা হতে পারে।
www.ndtv.com/bengali