Bengali | Reported by Alok Pandey, Edited by Deepshikha Ghosh | Monday April 15, 2019
Lok Sabha Elections 2019: প্রাক্তন দলীয়কর্মী ও পরে 'ঘোর শত্রু'তে বদলে যাওয়া সমাজবাদী পার্টির আজম খানের (Azam Khan) বিরুদ্ধে ফের তীব্র রোষে ফেটে পড়লেন সদ্য বিজেপিতে (BJP) যোগ দেওয়া জয়াপ্রদা(Jaya Prada)। তাঁর কথায়, গণতন্ত্রকে বাঁচাতে চাইলে, নারীদের সুরক্ষা চাইলে কিছুতেই আজম খানকে আসন্ন লোকসভা নির্বাচনে (Lok Sabha election) লড়াই করার অনুমতি দেওয়াই উচিত নয়। সোমবার উত্তরপ্রদেশের রামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন অভিনেত্রী জয়াপ্রদা(Jaya Prada) বলেন, "আমার কি মরে যাওয়া উচিত? তাহলে আপনি আনন্দ পাবেন তো"। ৫৭ বছর বয়সী বিজেপি প্রার্থী আরও বলেন, "আপনি কি ভেবেছেন, আমি ভয় পেয়ে গিয়ে রামপুর ছেড়ে চলে যাব? না। আমি যাব না। কথাটা ভালো করে শুনে নিন"।
www.ndtv.com/bengali