Bengali | Edited by Indrani Halder | Wednesday March 25, 2020
আফগানিস্তানের (Afghanistan) কাবুলে শিখ গুরুদ্বারে বন্দুকবাজের হামলা (Kabul Attack), স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয়েছে কমপক্ষে ১১ জনের। বিশ্ব যখন করোনা ভাইরাসের আতঙ্কে ভুগছে, সেই সময় এই ধরণের সন্ত্রাস হামলা আসলে "নারকীয় মানসিকতার" পরিচয়, বলল ভারত। গোটা হামলার তীব্র নিন্দা করে ভারতের অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরি টুইট করেন। "কাবুলের গুরুদ্বারা সাহিবের উপর যে আত্মঘাতী হামলা হয়েছে তার তীব্র নিন্দা করা প্রয়োজন। এই হত্যাকাণ্ড এমন এক নৃশংসতার স্মৃতি যা কিছু দেশে ধর্মীয় সংখ্যালঘুদের শেষ করতে করা হচ্ছে, তাই জরুরি ভিত্তিতে এই সংখ্যালঘুদের জীবন ও ধর্মীয় স্বাধীনতা রক্ষায় পদক্ষেপ করতে হবে", লেখেন তিনি। বুধবার সকালে আফগানিস্তানের রাজধানী কাবুলের (Kabul) একটি গুরুদ্বারে আচমকাই হামলা করে আত্মঘাতী এক বন্দুকবাজ। কাবুলের শোর বাজার এলাকার ধরমশালায় এই ভয়ঙ্কর হামলা চালানো হয়।
www.ndtv.com/bengali