Bengali | Edited by Indrani Halder | Friday November 22, 2019
মহারাষ্ট্রে সরকার গড়া নিয়ে আজই জোট ঘোষণা করতে পারে শিবসেনা, কংগ্রেস এবং এনসিপি। সমস্ত দলের তরফে সিদ্ধান্ত হয়েছে পাঁচ বছরের জন্য মুখ্যমন্ত্রী হবে শিবসেনার, এমনটাই জানিয়েছেন সঞ্জয় রাউত। “মহারাষ্ট্র বিকাশ অগধি” সরকারে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরেই নেতৃত্ব দেবেন কিনা, তা এখনও ঠিক নয়। বৃহস্পতিবার মধ্যরাতে এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের সঙ্গে দেখা করেন উদ্ধব ঠাকরে এবং তাঁর ছেলে আদিত্য ঠাকরে। সূত্রের খবর, যখন শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রী পদে বসতে বলেন, তিনি জানান, দলের বিধায়কদের সঙ্গে আলোচনা করে জানাবেন। বৈঠকে আদিত্য ঠাকরের ভূমিকা নিয়েও আলোচনা হয়েছে। প্রথমবার তিন দল একসঙ্গে সরকার গড়ছে, ফলেে তাদের মধ্যেএকটি কমন মিনিমাম প্রোগ্রাম তৈরি করা হবে আজই।
www.ndtv.com/bengali