Bengali | Edited by Indrani Halder | Wednesday June 3, 2020
বুধবার দুপুরের মধ্যেই মুম্বইয়ের (Mumbai) উপকূলবর্তী এলাকায় প্রবল বেগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় নিসর্গ (Cyclone Nisarga), এমনই আশঙ্কার কথা শুনিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর। ইতিমধ্যেই মুম্বইয়ের সমুদ্র সৈকতে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। এই সময় কোনও মানুষ যাতে ঘরের বাইরে না বের হন সেই জন্যে মুম্বই পুলিশের তরফ থেকে বিভিন্ন জায়গায় ঘোষণা করে সকলকে সতর্ক করে দেওয়া হচ্ছে। আরব সাগরের উপর ঘনীভূত প্রবল নিম্নচাপই এই ঘূর্ণিঝড় নিসর্গের আকার নিয়েছে বলে জানা গেছে। ভয়ঙ্কর শক্তিশালী ওই ঘূর্ণিঝড়ের কারণে শুধু মহারাষ্ট্রই (Maharashtra) নয়, গুজরাট, দমন-দিউ এবং দাদ্রা ও নগর হাভেলিতেও জারি করা হয়েছে প্রবল সতর্কতা।
www.ndtv.com/bengali