Bengali | Edited by Indrani Halder | Saturday May 2, 2020
কিম জং উন, উত্তর কোরিয়ার (North Korea) স্বৈরশাসক হিসাবে যিনি গোটা বিশ্বের কাছে পরিচিত। গত কয়েকদিন ধরেই হঠাৎ করেই যেন উবে গিয়েছিলেন তিনি (Kim Jong Un)। জল্পনা ছড়ায় তিনি নাকি খুবই অসুস্থ (Health Kim Jong Un)। সেই জল্পনাকে আরও উস্কে দিয়ে মার্কিন সংবাদমাধ্যমের তরফে দাবি করা হয়, হৃদযন্ত্রের অস্ত্রোপচার সফল না হওয়ায় নাকি অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় রয়েছেন কিম। কেউ কেউ আবার এমনও বলতে শুরু করেন যে, তিনি নাকি মারা (Kim Jong Un Death) গেছেন। টানা ২০ দিন সাধারণের চোখের আড়ালে থাকার পর ফের আত্মপ্রকাশ করলেন ওই স্বৈরশাসক, গোটা বিশ্ব অবাক হয়ে দেখলো যে বেঁচেবর্তেই আছেন ওই দোর্দণ্ডপ্রতাপ নেতা। মনে আছে নিশ্চয়ই এই সেই কিম জং উন, যিনি কিছুদিন আগে আমেরিকাকে পারমাণবিক বোমা দিয়ে আক্রমণ করার হুমকি দেন। যদিও বিষয়টি নিয়ে সেভাবে আর কিছুই প্রকাশ্যে আসেনি, তবে চিরকালই সংবাদমাধ্যমের আলোচনার কেন্দ্রবিন্দুতেই থাকেন উত্তর কোরিয়ার শাসক। গত এক বছরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তীব্র বাকবিতণ্ডাতেও জড়িয়ে পড়তে দেখা গেছিল কিমকে এবং পরিস্থিতি এমন জায়গাতেও পৌঁছে যায় যে মনে করা হচ্ছিল যেকোনও সময় দুটি দেশ একে অপরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে।কিন্তু তারপরেই হঠাৎ পট পরিবর্তন হয়, একটি শীর্ষ সম্মেলনে দুই নেতাকে একে অপরের সঙ্গে হাত মেলাতে দেখা যায়। এমনকী এখন ডোনাল্ড ট্রাম্প এই দাবিও করেন যে কিম জং উন নাকি আমেরিকার খুব ভাল বন্ধু।
www.ndtv.com/bengali